ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরের চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ


আপডেট সময় : ২০২৫-০২-২৭ ১১:৫৮:৪৭
রাজাপুরের চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ রাজাপুরের চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলম, এডহক কমিটির সভাপতি মোঃ ইছা ফরাজী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী।
 
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে, সৎ ও শিক্ষিত হলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে।” তিনি অভিবাবকদের উদ্দেশ্যে বলেন আপনার সন্তানকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন এবং সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলবেন। অন্যান্য অথিতিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে এবং অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন
 
২৩ ও ২৪ ফেব্রুয়ারী দুইদিন ব্যাপী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, গজল, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, গীতা পাঠ, নৃত্য, দলীয় সংগীত ও জারি গান পরিবেশিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ