ঢাকা , বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিলুর ভূমিকার প্রশংসা করল সিলেট জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-২৬ ০৯:৪৯:৫২
ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিলুর ভূমিকার প্রশংসা করল সিলেট জেলা বিএনপি ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিলুর ভূমিকার প্রশংসা করল সিলেট জেলা বিএনপি


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলুর সাথে সিলেট জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিলেট নগরীর গার্ডেন টাওয়ার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফ্যাসিস্ট সরকার পতনে যুক্তরাষ্ট্রে জিল্লুর রহমান জিলুর ভূমিকার প্রশংসা করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
 

জিল্লুর রহমান জিলু সিলেট জেলা বিএনপির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। বিএনপির কর্মী হিসেবে আন্দোলনে ছিলাম, এই দলের কর্মী হিসেবে বাকী জীবন দেশ গঠনে বিলিয়ে দিয়ে চাই। 

সভাপতির বক্তব্য কাইয়ুম চৌধুরী বলেন, “জিল্লুর রহমান জিলু শুধু যুক্তরাষ্ট্র বিএনপির জন্যই নয়, পুরো বিএনপির জন্য একজন নিবেদিতপ্রাণ নেতা। তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা আমাদের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

“দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের দলকে আরও শক্তিশালী করতে প্রবাসী নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জিলুর রহমান জিলুর মতো নেতারা প্রবাসে থেকেও দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।”

মতবিনিময় সভায় জিল্লুর রহমান জিলু সিলেট জেলা বিএনপির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। এ দলের কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রেও হাসিনার লুটের টাকাকে আমরা পকেটের টাকা দিয়ে পরাজিত করেছি। ঘৃণা প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার লুটপাটের সকল খবর ছড়িয়ে দিয়েছি। দেশ-বিদেশে আমরা বিএনপির সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ব”

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজমুল হোসেন পুতুল, ফয়েজ চৌধুরী, এবাদ চৌধুরী, কোহিনূর আহমেদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আসলাম মুমিন, মিনহাজ উদ্দীন চৌধুরী, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, আলাউদ্দীন আলাই, শামসুর রহমান সুজা, আহমেদ সুলায়মান, আজিজ হোসেন আজিজ, সুমেল চৌধুরী, মাসরুর রাসেল, আফজল হোসেন, আব্দুস সামাদ লস্কর মুনিম, রাহুল হোসেন সাহেল রাসেল আহমেদ, জহীর হোসেন তুহিন, সাদি খাঁন সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রমুখ। 

আলোচনা শেষে জিল্লুর রহমান জিলুর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। মতবিনিময় সভায় গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানা ট্রাজেডিতে বিদ্রোহে শহীদদের এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ