ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


আপডেট সময় : ২০২৫-০২-২৫ ১৯:১৮:৩৪
পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

 

বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর নদের চরদুয়ানী পর্যন্ত অভিযান চালিয়ে ৬৫ পিচ বেহুন্দী জাল, ২৮ পিচ চায়না দুয়ারী জাল, ৩০ পিচ মশারী নেট বেহুন্দী এবং ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়।


সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিয়া মাঠ এলাকার বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা।

 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর  নদের চরদুয়ানী পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন রকমের অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।




 

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ