ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-২৪ ২০:৩১:৩৯
ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

মোঃ আরিফুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি,

ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ সোমবার বিকাল তিনটার দিকে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার সামনে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে চাঁদাবাজি ,সন্ত্রাসী,দর্শন ,হত্যাকান্ডের মতো ঘটনা বেড়েই চলেছে এ বিষয়ে প্রশাসনের কোন পদক্ষেপ আমরা দেখতে পাই না।


আমরা বলতে চাই প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা দরকার।

অনার্স তৃতীয় বর্ষের তাশফিক নামের আরেক শিক্ষার্থী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজ সাতমাস সময় অতিবাহিত করবে কিন্তু সন্ত্রাস,দর্শন, চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে তাদের কোন কার্যকরী পদক্ষেপ দেখছি না।


তিনি আরো বলেন, দুঃখের বিষয় আজ আমাদের জুলাই বিপ্লবের মতো এই দর্শন সন্ত্রাস ও চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। আমরা ছাত্রসমাজ থেকে আর বেশি দিন সময় নিবোনা । যদি চাঁদাবাজ, দর্শন, সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগে দাবিতে আবারো রাজপথে থাকবে। প্রশাসন এখন পর্যন্ত শিথিল অবস্থানে আছে। যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, আমরা অন্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে পারি।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ