ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ; নিহত ১


আপডেট সময় : ২০২৫-০২-২৪ ১৯:১৯:০৯
সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ; নিহত ১ সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ; নিহত ১

 

নিজস্ব প্রতিবেদক :

 

নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নাহিদ (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে।

জানা যায়, স্কুলের টিফিন সময় শিক্ষার্থীরা ফুটবল খেলতে গেলে ফুটবল খেলা চলাকালীন সময় ফুটবল ছুড়াকে কেন্দ্র করে তর্কবির্তকের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ওই স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী নাহিদ কে ৫ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিক মারপিট করে। এঘটনায় নাহিদ গুরুতর আহত হয়। পরে শিক্ষক ও নাহিদ এর আত্তিয় স্বজন উদ্দার করে মাথায় পানি দিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে তিনি মারা যায়। নিহত শিক্ষার্থী নাহিদের লাশটি তাহার নিজ বাড়িতে আছে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ