মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে সুতার মিলে সুতার কাজ করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা।
এ এলাকায় গড়ে উঠেছে অনেক তাত কারখানা। আর এসব তাত কারখানাকে ঘিরে বিভিন্ন গ্রামের বাসা-বাড়িতে গড়ে উঠেছে হাজারো সুতার মিল। আর এই সুতার মিলে সুতা কেটে সংসার চালিয়ে যাচ্ছেন গ্রামীণ নারীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাড়ি বাড়ি মটর সিস্টেম ইলেকট্রিক মিল বসিয়ে সুতার কাজ করে যাচ্ছেন গ্রামীণ অসহায় নারীরা। আর সেই কাজের সহযোগিতাও করছেন বাড়ির পুরুষেরা। সকালে সংসারের কাজ সেরে ব্যস্ত হয়ে পড়েন সুতা কাটার মিল নিয়ে। এতে বাড়তি আয় করছেন গ্রামীণ নারীরা। সংসারেও আসছে সচ্ছলতাও।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের ওবিরন বেগম বলেন, স্বামী দিন মজুরের কাজ করেন, আর তিনি সুতার মিলে সুতার কাজ করে বাড়তি টাকা আয় করেন।
এদিকে একই গ্রামের হুসনে আরা বেগম জানান, সুতার মিলে সুতার কাজ করে তিনি প্রতি সপ্তাহে ৮০০ থেকে ৯০০ টাকা আয় করেন। এতে করে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালানো সহ আর্থিক ভাবেও স্বাবলম্বী হচ্ছেন, ওবিরন, হুসনেআরা, মর্জিনা, আনোয়ারা, নুর-জাহান সহ আরো অনেকে।