ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের পথসভা উপলক্ষে মাঠ পরিদর্শন


আপডেট সময় : ২০২৫-০২-২৪ ১৬:৩৬:৫৭
ডোমারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের পথসভা উপলক্ষে মাঠ পরিদর্শন ডোমারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের পথসভা উপলক্ষে মাঠ পরিদর্শন
 
 
জহুরুল ইসলাম  নীলফামারী প্রতিনিধি 
 
নীলফামারীর ডোমার উপজেলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগামী ২৬ ফেব্রুয়ারি পথসভাকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মীরা ডোমার উপজেলা পরিষদ মাঠ পরিদর্শন করেছেন। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কর্মকর্তারাও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন।
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দুপুর ১২টায় মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল কাদিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সহ জেলা উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভাস্থল ঘুরে দেখেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
এসময় তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
 
নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জানান, পথসভাকে ঘিরে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "এই পথসভা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি সফলভাবে সম্পন্ন হবে। এজন্য আমি সকলকে শান্তিপূর্ণভাবে পথসভায় উপস্থিত থাকার আহ্বান জানাই।"
 
এদিকে, রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ জানান, পথসভাকে সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠ পরিদর্শনসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো পথসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করা। এ বিষয়ে বিভিন্ন দিক আলোচনা চলছে, যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই কর্মসূচি সম্পন্ন করা যায়। এজন্য আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
 
নেতৃবৃন্দ জানান, দলের আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় পঞ্চগড় জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দেবেন। এরপর সেখান থেকে তিনি সরাসরি নীলফামারীর ডোমারে এসে বিকেলে উপজেলা জামায়াতের আয়োজিত পথসভায় অংশগ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ