মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের নানুয়ার বাজা এলাকার পাকা রাস্তার উপর হতে একটি পুরাতন Super GL হাইস গাড়ী (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১১-৮৬৮৮) তল্লাশী করে ৫০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আজিজুল হক নির্দেশে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় র্ফোসসহ অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করাকালী নানুয়ার বাজার এলাকার পাকা রাস্তার উপর হতে একটি পুরাতন Super GL হাইস গাড়ী (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১১-৮৬৮৮) তল্লাশী করে ৫০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি হলেন মোঃ আবু সাঈদ ভূইয়া(৩৫) পিতা-আব্দুল লতিফ, মাতা-রেহানা আক্তার, সাং-কুচাইলতলী ০৩নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, মোঃ টিপু সুলতান (২৭), পিতা-মহিন উদ্দীন প্রঃ মহিন, মাতা-পেশু বেগম, সাং-নাইঘর, নোয়াপাড়া , থানা-ব্রাহ্মানপাড়া, জেলা-কুমিল্লা। বুড়িচং থানার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।