ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে । ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল বাকিউল বারী’র সভাপতিত্ব ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ মোকাম্মেল হক।
এ সময় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ,ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, দুর্নীতি দমন কমিশনের মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বির্তক প্রতিযোগিতায় পক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে শুকতারা বিদ্যা নিকেতন বিজয়ী হন ও বিপক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে ধানিখোলা রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হন।