ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের মাঝে সহায়তা প্রদান


আপডেট সময় : ২০২৫-০২-২৩ ২০:২৩:০৭
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের মাঝে সহায়তা প্রদান পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের মাঝে সহায়তা প্রদান

 

পিরোজপুর:

পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ ও আহত পরিবারের কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসনের আয়োজনে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর জেলায় শহীদ ৫ পরিবারের মাঝে কর্মসংস্থানের জন্য মালামালসহ ৫ টি দোকান ঘর বিতরণ করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার শহীদ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।

এসময় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টায় বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর কিশোরীদের নিয়ে আয়োজিত পুষ্টি অলিম্পিয়াডের উদ্বোধন করেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ