ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরের সোনাই নদী পাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০২-২৩ ১৭:৫৭:৫৪
মাধবপুরের সোনাই নদী পাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার মাধবপুরের সোনাই নদী পাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে তুলশীপুর গ্রামের আবুল কাশেম( ৪০) নামে এক ব‍্যক্তি পার্শ্ববর্তী অলিপুর গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের পুত্র জানা যায়, শনিবার সন্ধ্যা (২২ ফেব্রুয়ারি) আবুল কাশেম কে খোঁজে পাইতে ছিলনা তার পরিবার রোববার(২৩ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সাথে আবুল কাশেম এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা লাশ দেখতে পায় প্রতিবেশীরা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভাবে সে অসুস্থ ছিল সে সায়হাম গ্রুপের শ্রমিক হিসাবে কর্মরত ছিল। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে প মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ