ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর দুর্গাপুরে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা,গ্র্রেফতার- ১৫


আপডেট সময় : ২০২৫-০২-২৩ ১৭:৩৩:৩৬
রাজশাহীর দুর্গাপুরে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা,গ্র্রেফতার- ১৫ রাজশাহীর দুর্গাপুরে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা,গ্র্রেফতার- ১৫

 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ফেরদৌসী (৫৫), নামের এক নারী নিহতের ঘটনায় ১৩ জনকে গ্র্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। অপর একটি হত্যা চেষ্টা মামলায় আরও ২ জনকে গ্র্রেফতার করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিহত ফেরদৌসীর ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ ১০/১২জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

মামলার পর শনিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর এলাকা থেকে হত্যা মামলায় ১৩ জনকে গ্র্রেফতার করে পুলিশ। এছাড়াও একই ঘটনায় থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। পৃথক দুটি মামলায় গ্র্রেফতারকৃতরা হলেন- সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০), জাহিদ হাসান পাইক (২০) , সাইনুল ইসলাম (৪৬), নূর ইসলাম (৫৫), বিলকিস (৪৮),রজুফা (৫৮), জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রতনা (২১)। এছাড়া হত্যা চেষ্টা মামলার আসামি হান্নান (৪৫), রবিউলকে (৪২)। পুলিশ জানায়, উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নিহত হন।

 

নিহতের ঘটনা ও হত্যা চেষ্টার মামলায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্র্রেফতার করে থানা পুলিশ। এরআগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জমির মালিকানা নিয়ে বিরোধে স্থানীয় দু’পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রেন্টু ও বিএনপির কর্মী মামুনুর রশিদ মামুন এর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।

 

ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুল চেয়ারম্যানের পক্ষের ফেরদৌসী বেগম মারা যান। এ ঘটনায় পনেরজন আহতদের মধ্যে তিনজন রামেক হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে আলম নামের আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

 

জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্র্রেফতার করা হয়েছে। রোববার সকালে গ্র্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিদের গ্র্রেফতারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ