ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রশংসায় ভাসছেন জামালপুরের জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ 


আপডেট সময় : ২০২৫-০২-২৩ ১৭:২০:১৮
প্রশংসায় ভাসছেন জামালপুরের জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ  প্রশংসায় ভাসছেন জামালপুরের জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ 
 
 
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : 
 
জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন জামালপুর  জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ । জেলার ৭ টি উপজেলা ও ৬৮ ইউনিয়নে সাধারণ মানুষদের মুখে মুখে ফুটে উঠেছে তার নাম। 
 
তিনি পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চর কুডুলিয়া গ্রামে ১৯৮৩ সালের ২ মে জন্ম গ্রহণ করেন ।  তিনি চর কুডুলিয়া গ্রামের আলা উদ্দিন খার ছেলে।  ২০১১ সালের ১৩ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী (৩ বছর ১ মাস)  পর্যন্ত  সততার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক স্বনাম অর্জন করেন।  এদিকে পদোন্নতি পেয়ে ২০১১ সালের ১৩ ডিসেম্বর জনস্বাস্থ্য অধিদপ্তরের মাগুরা জেলা নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দান করে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী (৩ বছর ১ মাস) কর্মরত ছিলেন। 
 
এরপর  ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী তিনি জনস্বাস্থ্য অধিদপ্তরে যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগে নির্বাহী প্রকৌশলীর হিসেবে ২০১৯ সালের  ১৫ সেপ্টেম্বর (১ বছর ৭ মাস) পর্যন্ত দায়িত্ব পালন করেন।   এ ছাড়াও ২০১৮ সালের ২৩ জানুয়ারী থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি  টঙ্গীতে দায়িত্ব পালন করেন।  এরপর  ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ২০ অক্টোবর পর্যন্ত তিনি জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন।  অন্যদিকে অবহেলিত জামালপুর জেলায় তিনি ২০২০ সালের ২০ অক্টোবর যোগদান করেন। 
 
যোগদানের পর থেকেই অবহেলিত জেলায় তিনি উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেন।  তার অক্লান্ত পরিশ্রম ও সঠিক তদারকির ফলে এ জেলায় জনস্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে  প্রায় ৪০০ কোটি টাকার কাজ বাস্তবায়ন হয়।  এরপর থেকেই বর্তমান পর্যন্ত দলমত নির্বিশেষে সব মহলের প্রশংসায় ভাসছেন তিনি । এ ছাড়াও সমগ্ৰদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় সাবমারসিবল পাম্প যুক্ত গভীর নলকূপ, কমিউনিটি বেইজড সাপ্লাই স্কিম স্থাপন কাজ ও মানবসম্পদ উন্নয়নে গ্ৰীমীণ পানি সরবরাহ , স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি শীর্ষক  প্রকল্প এর আওতায় জামালপুর জেলা সদর , সরিষাবাড়ী,মাদার গঞ্জ ও মেলান্দহ উপজেলায় লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই   স্কিম,স্মল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম,হ্যান্ড ওয়াশি স্টেশন, স্যানিটেশন হাইজিন ফেসিলিটিস ও সাবমারসিবল পাম্প ,কমিউনিটি বেইজড  ওয়াটার সাপ্লাই স্কিম স্থাপন ও টু ইনপিট ল্যাটিন স্থাপনের কাজ প্রাক্কলিত ব্যয় লক্ষ টাকায় ৯১২০.৩৫ আর্থিক লক্ষ টাকায় ৪৫১৮.১৩ মাএ৩২ টি পৌরসভার পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা সহ এন ভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প এর আওতায় দেওয়ানগঞ্জ উপজেলায় ফিক্যাল প্লাস এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নির্মাণ, আরসিসি ড্রেইন নির্মাণ,পাইপ লাইন স্থাপন এবং ওয়াটার ট্রিটমেন্ট নির্মাণ প্ল্যান্ট এবং ট্রান্সমিশন পাইপ লাইন স্থাপন কাজ ও ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ইসলামপুর পৌরসভায় পাবলিক টয়লেট ,ফিক্যাল স্লাজ ট্রিটম্যান্ট প্ল্যান আয়রন রিমোভাল প্ল্যান্ট ও হাউজ হোল্ড ল্যাট্রিন নির্মাণ কাজ ও বাংলাদেশের ১০টি  অগ্ৰধিকার ভিত্তিক শহরে বিক্ষোভ সম্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় জামালপুর পৌরসভায় পানি উৎস স্থাপন ,হাউজ কালেকশন ,ফিক্যাল স্ল্যাজ ও সলিড ওয়ান্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট , পাবলিক টয়লেটে স্থাপন কাজে সর্ব মোট প্রাক্কলিত ব্যয় লক্ষ টাকা ২৩০.৭৮.৭৮আর্থিক লক্ষ টাকা ১৪৩৩৭.৩৫ মাত্র।  
 
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস দেখা দিলে নিজের জীবন বাঁজি রেখে কর্মস্থল জামালপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়াও তিনি ব্যক্তিগত ভাবেও মানুষদের সহযোগিতা করে আসছেন।  
 
এ বিষয়ে জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সুলতান মাহমুদ জানান, জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়ই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চলমান আছে।  চলমান কাজ গুলো আমি নিজেও পরিদর্শন করে আসি।  আমার পাশাপাশি উপজেলায় পর্যায়ে সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী গন উক্ত চলমান কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে পতিনিয়ত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে সমস্ত উন্নয়নমুলক কার্মকান্ডের সঠিক গুনগতমান বজায় রেখে চলেছেন। পরিদর্শন কালে সুবধিাভোগীদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে তা চড়ুান্ত বিল প্রদানের পূর্বেই সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ