ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বোয়ালখালী এবালন গামের্ন্টস আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


আপডেট সময় : ২০২৫-০২-২৩ ১৪:০৩:৪০
বোয়ালখালী এবালন গামের্ন্টস আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বোয়ালখালী এবালন গামের্ন্টস আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী কালুরঘাট সেতুর প্রান্তে এবালন গার্মেন্টস নামক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার ৪ তলা ভবনের ওপরের তলায় আগুন লাগে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

ফায়ার সার্ভিস পটিয়া উপজেলার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার ৪;তলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না।

কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন। কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, ৪ তলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ