ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঘোষণার পরের দিনই নির্বাচনী এলাকায় গিয়ে সকলের কাছে দোয়া চাইলেন জামায়াতের মনোনীত প্রার্থী।


আপডেট সময় : ২০২৫-০২-২৩ ১৩:৩২:৫৬
ঘোষণার পরের দিনই নির্বাচনী এলাকায় গিয়ে সকলের কাছে দোয়া চাইলেন জামায়াতের মনোনীত প্রার্থী। ঘোষণার পরের দিনই নির্বাচনী এলাকায় গিয়ে সকলের কাছে দোয়া চাইলেন জামায়াতের মনোনীত প্রার্থী।

 

 


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!


আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট) আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর চৌমাথায় এক সমাবেশে দলীয় প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার এর নাম প্রকাশ করেন। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়নের ভঙ্গা গ্রামের বাসিন্দা।

 


এদিকে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পরের দিনই নিজ নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে পাতারহাট থানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন, নগদ অর্থ ও কাপড় উপহার বিতরণ করেন তিনি।

 

মেহেন্দিগঞ্জ থানা আমীর মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি আক্তার হোসেন এর সঞ্চালনায়য় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান।

 

বিতরণকালে বরিশাল -৪ আসনের জামায়াতের মনোনীত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, স্থানীয় কাউন্সিলরদের মতামত, বিশেষ একটা সংস্থার মাধ্যমে জরিপ করে এবং কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে আমাকে মনোনীত করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে তার দল এবং জনগণের প্রত্যাশা পূরনে কাজ করতে চান। শুধু বরিশাল জেলা নয়, বাংলাদেশের মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলাটি অবহেলিত এবং বিচ্ছিন্ন। এটাকে বাংলাদেশের পুরা রাজনীতির সাথে ডাইরেক্ট যোগাযোগের ব্যবস্থা করে আনতে চাই।

 

মনোনীত প্রার্থীকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে মেহেন্দিগঞ্জ পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি একজন যোগ্য এবং আদর্শবান প্রার্থী। দলে তার অনেক অবদান রয়েছে। তাকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সকলের কাছে অনুরোধ জানান তিনি।

 

পৌর জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মোঃ অলি উল্লাহ বলেন, যাকে মনোনীত করা হয়েছে তিনি একজন সৎ যোগ্য এবং বিশাল নেতৃত্বদানকারী। মেহেন্দিগঞ্জকে যদি উন্নত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় তাহলে আশাকরি তাকে সবাই সহযোগিতা করবে।

 

পৌরসভার খরকি ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম বলেন, প্রার্থী হিসেবে মনোনীত করায় তাকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা বিগত দিনে তার মতো একজন যোগ্য প্রার্থী মেহেন্দিগঞ্জে পাইনি। আশাকরি তাকে এমপি হিসাবে পাবো এবং মেহেন্দিগঞ্জের মানুষ উপকৃত হইবো। উল্লেখ্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বরিশালে জামায়াতের এক সমাবেশের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বরিশালের প্রার্থীদের নাম ঘোষণা করেন।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ