ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভুটিয়ারকোনা সেভেন স্টার


আপডেট সময় : ২০২৫-০২-২২ ২১:১৯:৫৪
গৌরীপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভুটিয়ারকোনা সেভেন স্টার গৌরীপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভুটিয়ারকোনা সেভেন স্টার

 


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভুটিয়ারকোনা সেভেন স্টার। শুক্রবার বিকেলে উপজেলার ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


ফুটবল খেলাটি উদ্বোধন করেন মাওহা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নাজিমুল ইসলাম কাশেম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ এমদাদুল হক খোকন।


এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে নির্বাচনী ব্যবস্থাকে, নির্বাচনকে আঁতুরঘরে পাঠিয়েছিলেন। একবার করলেন রাতের নির্বাচন, একবার করলেন ডামি নির্বাচন, একবার করলেন ভোট ডাকাতি। এই হচ্ছে হাসিনার নির্বাচন। আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে গুম, খুন, জেলখানায় বন্দি করে নির্বাচনী ব্যবস্থা করে। বাংলাদেশে গুম করে কেউ কোনদিন ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারেনি। তারই ফল হচ্ছে ৫ আগষ্ট সারাদেশের ছাত্র-জনতার মিলিত শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনাকে টেনে-হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে বাংলাদেশের মাটি থেকে ওই পাছাটা দাদাদের কাছে অর্থাৎ ভারতে পাঠিয়ে দিয়েছে। হাসিনা ভারতে বসেই আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কোন ষড়যন্ত্রকে নষাৎ করবো না।

মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক অনিক আহমেদ মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান আলামিন, সদস্য সচিব আব্দুল কাদির, মাওহা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি গোলাম গৌস খান, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম শাহজাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক আল কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী যুবদল মাওহা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জয়দুল ইসলাম জয়, মোখলেসউদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম মামুন, আবুল কালাম ফকির, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, প্রমুখ।


এর আগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভুটিয়ারকোনা সেভেন স্টার ও কুমড়ি জিয়া পরিষদ। নির্ধারিত সময়ে খেলায় গোল না হওয়ায় ট্রাইবেকারে ভুটিয়ারকোনা সেভেন স্টার বিজয়ী হয়।
পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ