হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন শাখার দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ ফেব্রুয়ারী ) সকাল ৯ঘটিকায় ঘুমধুম ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ এর সঞ্চালনায় সভাপতি সালাহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এস.এম. আবদুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও. আবদুল আওয়াল, উপজেলা আমির মাওলানা ওমর ফারুক সিরাজী, সহ-সেক্রেটারী মাও. হামিদুল হক, উখিয়া উপজেলা সহ-সেক্রেটারী মাও. আব্দুর রহিম। ঘুমধুম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহমুদুল হক, ইউনিয়ন ওলামা পরিষদ সভাপতি মাও. জয়নাল আবেদীন, পেশাজীবী পরিষদ সভাপতি মাষ্টার সাজেদ উল্লাহ, মিডিয়া বিভাগের সভাপতি আজিজুল হক সহ ইউনিট, ওয়ার্ড, ইউনিয়নের দায়িত্ব উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি'র বক্তব্যে জেলা জামায়াতে ইসলামী'র আমির মাওলানা আবদুস সালাম বলেন, গতানুগতিক অন্য সংগঠনের চেয়ে জামায়াতে ইসলামী অনেক বেশি কর্মীদের মান-উন্নয়নে কাজ করে। নৈতিকতা, মুল্যবোধ, আদর্শ নাগরিক গঠনে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, কেন্দ্রে সাপ্তাহিক ও মাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করে জামায়াতে ইসলামী। ক্ষমতার সমতা রক্ষায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন জেলা জামায়াতে আমির।
আলোচনা সভা পরবর্তী কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। উক্ত শিবিরে আমন্ত্রিত অতিথি, দায়িত্বশীল কর্মীগণ একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।