ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে নানাহ আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


আপডেট সময় : ২০২৫-০২-২২ ২১:০৯:৫১
বুড়িচংয়ে নানাহ আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বুড়িচংয়ে নানাহ আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

বুড়িচংয়ে নানাহ আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলন বিষয়ক চিত্রাঙ্কন ও সুন্দর হাতে লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ। উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন,সঠিক নিয়মে স্ব-স্ব প্রতিষ্ঠাণ ও অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকল মসজিদ, মন্দির ও অন্যন্যা উপাসনালয়ে মহান ভাষা আন্দোলনের সময় শহীদগণের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ কোরআন খতম, মোনাজাত ও প্রার্থনা এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন এবং বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আজিজুল হকের নেতৃত্বে থানার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।


সকাল ৯টায় ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও মোনাজাত করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন বুড়িচং উপজেলার কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে কোরআন খতম ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম। এ সময় ইসলামি ফাউন্ডেশন এর আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং শিশু শিক্ষা কেন্দ্রের দায়িত্বশীলগণ।


সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে আলোচনা সভা ও চিত্রাঙ্কন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার,উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বিআরডিবি অফিসার রাসেল সারওয়ার, সমবায় অফিসার মীর হোসেন,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল,আনসার বিডিপি কর্মকর্তা,ফায়ার সার্ভিসের ইনচার্জসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী,অভিভাবক এবং শিক্ষকরা।
এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার পুষ্পস্তক অর্পন করা হয় এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে তিনদিন ব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
তাছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা এবং সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ