ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০২-২২ ২০:২৪:৩৮
রাজশাহীর নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজশাহীর নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

 

রাজশাহী নগরীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো আবুল বাসার ওরফে মিন্টু (৩৫), নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রæয়ারী) বিকালে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন কাশবন থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যবসায়ীকে হত্যার পর কাশবনে লাশটি ফেলে দেওয়া হয়েছে।

নিহত আবুল বাসার ওরফে মিন্টু, তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং নগরীর মতিহার থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিক ব্যবসার দোকান আছে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান, কাশবনে ঘুরতে আসা কয়েকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। ঘুরতে আসা অনেকে লাশের ছবিটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে।

জানাজানির পর নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে। আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে মিন্টুর খোঁজ পাচ্ছিল না পরিবার। কাশবনে তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচটেপ প্যাঁচানো ছিল।

ওসি আরও বলেন, ‘আলামত দেখে মনে হয়েছে এটি হত্যাকাÐ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলেও জানান ওসি।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ