রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা নারীর পরিচয় মিলেছে। নিহত ঐ নারীর নাম শান্তা বেগম(৩০)। তিনি পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন কৈফুলকি গ্রামে। কিন্তু নিহত নারী ঢাকায় কাজের সুবাদে জাতীয় পরিচয়পত্রে ঢাকার ঠিকান রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকতা বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাশেকুল ইসলাম নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।আটক রাশেকুল ইসলাম রামনাথপুর ইউনিয়ন দক্ষিণ মকসেদপুর ইউনিয়ন খড়িয়াপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তার ছেলে।তিনি বিভিন্ন দোকানে বেকারি পন্য বিক্রি করতেন।আটক রাশেকুল ইসলাম এক ভাই বলেন,যে নারী গতকাল শুক্রবার ভুট্টা ক্ষেতে লাশ পাওয়া যায়,তার সঙ্গে রাশেকুল পাঁচ বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিলো।তিনি আরো বলেন,রাশেকুল একজন বিবাহিত। তার দুই সন্তান রয়েছে। আর মারা যাওয়া শান্তা বেগম দুই সন্তানের জননী।কয়েকবছর হলো স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়।
উল্লেখ্য গত শুক্রবার ২১ফেব্রুয়ারি দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট এলাকার একটি ভুট্টাখেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক বলেন, ওই নারীর মুখ ও শরীর আগুনে পোড়া রয়েছে। এক হাত বিচ্ছিন্ন। তাঁর ধারণা, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই নারীকে হত্যার পর আগুন দিয়ে তার মুখমণ্ডল ও শরীর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যাতে তাঁর পরিচয় শনাক্ত করা না যায়। তাঁর বিচ্ছিন্ন এক হাত শিয়ালে নিয়ে গেছে বলেও ওই পুলিশ কর্মকর্তার ধারণা।
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান সাংবাদিককে বলেন, ‘ওই নারীর পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসা জন্য জড়িত সন্দেহ একজনকে আটক করা হয়েছে।বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করছি।