ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগের এক অনন্য নজির -ফয়সল চৌধুরী


আপডেট সময় : ২০২৫-০২-২২ ১৬:৫০:২৩
একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগের এক অনন্য নজির -ফয়সল চৌধুরী একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগের এক অনন্য নজির -ফয়সল চৌধুরী

 

শাহান আল মাহমুদ

 

বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগের এক অনন্য নজির।

 

১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা আমাদের প্রাণের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই, যা বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক।         

 

গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার লাউতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বপ্নচ‚ড়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে র‌্যাফেল ড্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফয়সল চৌধুরী আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা আগামীর কান্ডারি। তাদের হাত ধরেই সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে ওঠবে।

 

আমরা গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা এখন দেশপ্রেমে উজ্জীবিত, দেশের জন্য তারা জীবন বিলিয়ে দিতেও পিছপা হয় না। এর প্রমাণ দেখা গেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে। শিক্ষার্থীদের হাত ধরে সূচিত আন্দোলনে রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ সবাই ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলে স্বৈরাচারমুক্ত এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।     

 

অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনা বিশেষ অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটের মেয়র আবুল আছাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি হাজী এম এ মান্নান, লাউতা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, যুক্তরাষ্ট্রপ্রবাসী ও সিলেট বিভাগীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ, লাউতা উচ্চ বিদ্যালয় সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মন্নান তরফদার, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল গফুর, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসনাত জামিল হারুনুর রশিদ প্রমুখ।

 

বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ