ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ১৩ বছরের শিক্ষার্থীর সাথে ৩৮ বছরের শিক্ষকের বিয়ে বন্ধ করলেন এসিল্যাণ্ড


আপডেট সময় : ২০২৫-০২-২২ ১৬:২১:২৬
বোয়ালখালীতে ১৩ বছরের শিক্ষার্থীর সাথে ৩৮ বছরের শিক্ষকের বিয়ে বন্ধ করলেন এসিল্যাণ্ড বোয়ালখালীতে ১৩ বছরের শিক্ষার্থীর সাথে ৩৮ বছরের শিক্ষকের বিয়ে বন্ধ করলেন এসিল্যাণ্ড

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।


তিনি বলেন, ১৩ বছর বয়সী ৮ম শ্রেণি পড়ুয়া এক শিশুর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও বরের অভিভাবকদের জানালে তারা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে শিক্ষার্থীর বাবা মো. সাইফুদ্দিন ও শিক্ষক বরের মা হোসনেয়ারা বেগম মুচলেকা দিয়েছেন। জুমার নামাজের পর পৌর এলাকার আমতলের একটি স্থানীয় মসজিদে ওই শিক্ষার্থীর আকদ হওয়ার কথা ছিলো। বর ওই এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। এই নিয়ে স্থানীয়দের মাঝেও ছিল ব্যাপক ক্ষোভ।

 

তারাই প্রশাসনকে বিষয়টি জানিয়ে এই শিশু শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ