মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ড অভিযানে অংশ হিসাবে একদিনেই যুবলীগ নেতা সাজাপ্রাপ্ত আসামী ও দ্রুত বিচার আইনের মামলায় ১৪ জন কে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ডে চলমান অংশ হিসেবে শুক্রবার ২০ শে ফেব্রুয়ারি রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে দুই বছরের শশ্রম কারাদণ্ড প্রাপ্ত দ্রুত বিচার আইনের মামলার দশ জন, রাজনৈতিক অস্বস্তিশীল কারি ১ জন যুবলীগ কর্মী সহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
জানা যায় মোহাম্মদ আব্দুল রকিব পিপিএম পুলিশ সুপার চাঁদপুরের সার্বিক দিক নির্দেশনায় মোহাম্মদ শাহ আলম অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানা ফরিদগঞ্জ চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এস আই মোঃ জাহাঙ্গীর, এসআই আরিফুর রহমান, সরকার,এস আই মোঃ মাহাবুবুল ইসলাম, এ,এস,আই মোহাম্মদ দেলোয়ার হোসেন, এ এস আই মোঃ ছগির হোসেন, এএসআই মোঃ কবির হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ডেভিল হান্ডের অভিযানে ফরিদগঞ্জের উপজেলার বিভিন্ন এলাকা ও বিভিন্ন স্থান হইতে এদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, মাদক মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামি বালিথুবার মোঃ জসিম উদ্দিন খান, রাজনৈতিক স্থিতিশীলকারী ৯নং গোবিন্দপুর ইউনিয়নের যুবলীগ বিদ্যমান স্বয়ংক্রিয় সদস্য মোহাম্মদ আলাউদ্দিন গাজী, এছাড়া রিয়া রাড়ী, মোঃ সানাউল্লাহ রাড়ী, মোঃ মিজান রাড়ী,,মোঃ শাহ আলম রাড়ি, মোঃ রুহুল আমিন রাড়ী, শাহীন আক্তার, আলিমের নেছা সর্ব সাং পূর্ব পোয়া পাটোয়ারী বাড়ি, অন্যান্য গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামিরা হলেন, বদিউজ্জামালপুরের মোঃ জহির, ঘনিয়ানা গ্রামের মোঃ মুসা মিয়া, রকিবুল ইসলাম চোরাই মামলা সহ আসামিরা হলেন পাইকপাড়া মোঃ শাহা আলম, মোঃ ফয়সাল হোসেন, বর্ণিত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।