ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-২২ ১৩:৩৭:০৫
রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
(২১ শে ফেব্রুয়ারি ২০২৫) শুক্রবার বিকেল ৪ ঘটিকায় পৌর বাসস্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবি.এম আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য যথাক্রমে গোলাম আজম, নজরুল ইসলাম ও জাকারিয়া হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি বৃন্দসহ জনসাধারণের একাংশ।
 
এ সময় বক্তারা বলেন, ভাষার জন্য জীবন দিয়েছে, পৃথীবিতে এমন জাতি খুঁজে পাওয়া বিরল। একমাত্র বাঙালী জাতি মায়ের ভাষা রক্ষা করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ৫২'র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার বীজ বপণ করা হয়েছিল। ভাষা আন্দোলন পরবর্তী যুক্তফ্রন্ট, ৬'দফা, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামে ব্যাপকভাবে  অবদান রাখে এ দেশের ছাত্রজনতা। ২৪'র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রফিক, বরকত, সালামরা আবার যেন রাজপথে নেমে এসেছিল আবু সাঈদ, অসিম আর মুগ্ধের বেশে।
 
৫২'র ভাষা আন্দোলন একদিকে যেমন গৌরব ও সম্মানের, অপরদিকে বেদনার। যাদের আত্মা-ত্যাগের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি মহান প্রভু যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ