ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্রসহ ডাকাত আটক


আপডেট সময় : ২০২৫-০২-২১ ২০:৫৭:১৬
অস্ত্রসহ ডাকাত আটক অস্ত্রসহ ডাকাত আটক



হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

পার্বত‍্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্রসহ জাহেদুল ইসলাম রাব্বি (১৭) নামে এক ডাকাতকে আটক করেছে নাইক্ষ্যংছড়ির ১১, বিজিবি। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক। এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া থেকে তাকে আটক করা হয়।

আটক জাহেদুল ইসলাম রাব্বি বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে।

বিজিবি জানায়, আটক জাহেদুল ইসলাম রাব্বি নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে বিজিবিকে স্বীকারোক্তি দেয়।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি মাসরুরুল হক বলেন, জাহেদুল ইসলাম রাব্বি নামে এক ডাকাতকে আটক করে, বিজিবি থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ