ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরে বিএনপির নেতা জাকিরের হাত থেকে পুরস্কার নিলেন আ'লীগের নেতা মাসুম মৃধা


আপডেট সময় : ২০২৫-০২-২১ ২০:১০:৫৭
রাজাপুরে বিএনপির নেতা জাকিরের হাত থেকে পুরস্কার নিলেন আ'লীগের নেতা মাসুম মৃধা রাজাপুরে বিএনপির নেতা জাকিরের হাত থেকে পুরস্কার নিলেন আ'লীগের নেতা মাসুম মৃধা

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম জাকির মোল্লা পুরস্কার তুলে দিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. মাসুম মৃধাকে। বিএনপির নেতা হয়ে আওয়ামী লীগের নেতার হাতে পুরস্কার তুলে দেওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছে।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজাপুরের আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একই মঞ্চে আ'লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. মাসুম মৃধাসহ আরো অনেকে।

 

স্থানীয়রা জানায়, আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বে সভাপতি ছিলেন অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা। সরকার পরিবর্তন হওয়ার পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরপর যখন অন্তবর্তীকালীন সরকার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করার অনুমতি দেয় তখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মোল্লা ক্ষমতার অপব্যবহার করে পূর্বে যিনি সভাপতি ছিলেন তাকে বাদ দিয়ে টাকা খেয়ে তার ইচ্ছে মতো স্কুলের কমিটি গঠন করেন। স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নামে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে অনেক টাকা তুলে নিছেন। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নাসিম উদ্দিন আকনের ভয় দেখিয়ে এই জাকির মোল্লা তার ক্যাডার বাহিনী নিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে ফুলে কলাগাছ হয়েছেন। তবে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি।

 

এবিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম জাকির মোল্লা বলেন, স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি চলে যাওয়ার পরে আমিসহ অনেকেই ছাত্রীদের ও অতিথিদের হাতে পুরস্কার তুলে দিছে। আপনি বিএনপির পদধারী একজন নেতা হয়ে আওয়ামী লীগের নেতাকে পুরস্কার তুলে দিতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন এটা দেওয়া তো খারাপ কিছু না।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ