ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ হত্যার রক্ত লেগে আছে--- মুফতি আমির হামজা


আপডেট সময় : ২০২৫-০২-২১ ১৮:১০:১৩
মানুষ হত্যার রক্ত লেগে আছে--- মুফতি আমির হামজা মানুষ হত্যার রক্ত লেগে আছে--- মুফতি আমির হামজা

 

ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা ও আলোচিত বক্তা- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কুরআনের হাফেজ মাওলানা মুফতি আমির হামজা বলেছেন,ফ্যাসিস্ট হাসিনার সকারের আমলে যে দলের হোক এখনো যারা অবৈধ রায় নিয়ে জেলে আছে তাদেরকে ছেড়ে দেয়ার দরকার।বিগত সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আলেমদের উপর অন্যায় অত্যাচার জুলুম ও নির্যাতন চালিয়েছিল এবং সেই সময়ে বিরোধিতাকারীদের ধরিয়ে এনে ছোট্ট এক ঘরে আটকে রাখা হতো।আমাকেও মামলা দিয়ে লাল দাগ লাগিয়ে ছিল এই স্বৈরচারী হাসিনা।ফ্যাসিস্ট সরকারের সময় আমিও নির্যাতনের শিকার হয়েছি।

 

আমার মামলা যতবার আদালতে উঠেছে ততবার বিচারক বলেছে তার ফাইল বাদ,হবে না!কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে ছাড়া পায়নি,শেষ পর্যন্ত ভারতে জোগসাজশে সাঈদীকেও শেষ করে দিয়েছে।হাসিনা যারে ধরেছে তার জীবনটা শেষ করে দিয়েছে।

 

বাঘে ধরলে ছাড়ে,কিন্তু হাসিনা ধরলে ছাড়ে নাই। এখানো হাসিনার দোসরা রয়েছে গেছে,এখন তারা শুধু আলমেদের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে,তাদের কর্মকান্ড দেখলে শয়তানও হার মানায়।

 

(২০ ফেব্রুয়ারি ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে তিনি এসব কথা বলেছেন।তিনি আরো বলেছেন,ফ্যাসিস্ট হাসিনার হাতে ২ হাজার ৭'শত ৩২জন মানুষ হত্যার রক্ত লেগে আছে।

 

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম। উক্ত মাহফিলে বিশেষ বক্তা ছিলেন,হাফেজ ওবাইদুস্ সোবহান মামুন সাঈদী,হযরত মাওঃ আল আমিন শিল্পী প্রভাষক,সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মীর মোঃ সলিম উল্লাহ্,হযরত মাওলানা আঃ রৌফ, অপাধ্যক্ষ হযরত মাওঃ আবু ছালেহ মোঃ ছাদেক হোসাইন, উপাধ্যক্ষ হযরত মাওঃ মনির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তাহের,সাবেক সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম,প্রধান শিক্ষক কবির হোসেন,হাজী মনির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ