মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সলঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমের শুরু করেন সলঙ্গার রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ছাত্রসমাজ।
এরপর সলঙ্গা থানা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,সলঙ্গা ডিগ্রী কলেজের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সলঙ্গা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।