ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বড়াইগ্রামের বনপাড়া পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আপডেট সময় : ২০২৫-০২-২১ ১৭:৪০:১৩
বড়াইগ্রামের বনপাড়া পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বড়াইগ্রামের বনপাড়া পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

মোঃ মেহেদী হাসান সরকার
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি


আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারী বিকেলে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি প্রার্থী অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম সহকারী সেক্রেটারি নাটোর জেলা শাখা জামায়াত ইসলামী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ২১ ফেব্রুয়ারির মহান শহীদদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, বড়াইগ্রাম উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বনপাড়া পৌর আমির মহিউদ্দিন মীর, অনুষ্ঠান টি আয়োজন করেন, জামায়াতে ইসলামী বনপাড়া পৌর শাখা।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ