ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলে গণতান্ত্রিক নির্বাচনের দাবি।


আপডেট সময় : ২০২৫-০২-২১ ১৭:২০:৪৩
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলে গণতান্ত্রিক নির্বাচনের দাবি। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলে গণতান্ত্রিক নির্বাচনের দাবি।

 


ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নতুন কমিটি গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের জোরালো দাবি জানিয়েছেন। তারা চান, নেতা নির্বাচিত হোক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, যাতে সংগঠনের সক্রিয় সদস্যরা তাদের মতামত প্রকাশের সুযোগ পান।

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এলে ছাত্রদলের একাংশ স্লোগান তোলে ‘সিলেকশন নয়, ইলেকশন চাই’। তারা মনে করেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, “আমরা চাই আমাদের নেতা আমরা নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করব। সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করলে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হন। গণতান্ত্রিক সংগঠনের নেতৃত্বও গণতান্ত্রিক উপায়ে নির্ধারিত হওয়া উচিত।”

এ সময় জেলা, উপজেলা এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের এই দাবির পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়। তবে দলীয় নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের এই দাবি ছাত্রদলের ভেতরে নতুন আলোচনা সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ