মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম সহ প্রমুখ। এই উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।