রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
কোটি মানুষের ভালবাসা অর্জন করে দুই কোটিতে পা রাখল বন্ধু মায়ার যাদু জানে শিরোনামে এই গানটি করেছেন।
ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় শিল্পী মৌসুমি আক্তার সালমা ও শাহীন রানা, তাদের গাওয়া গানটি রচনা করেছেন গীতিকবি তামভীর আহমেদ। তামভীর আহমেদ বলেন, যারা ইতি মধ্যে গানটি শুনেছেন তাদের ভালবাসা ভুলার নয় তাই প্রতিটি মুহূর্ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার।
এর জন্য আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে, গানটির সুর করেছেন রুমন দেওয়ান। মিউজিক করেছেন শাহীন রানা।
প্রডিউস করেছেন মুনসুর আলী। গানটি ২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে প্রকাশ পায় TR2 Media ইউটিউব চ্যানেলে। গানটি ইতিমধ্যে অনলাইন প্লাটফর্ম টিক টক ফেইসবুক রিলসএ বেস জনপ্রিয় হয়েছে এবং ইউটিউব এ ১ কোটির ও অধিক মানুষে দেখেছে।
এছাড়াও মেরিল প্রথম আলো পুরুষ্কারের সেরা তালিকায় নমিনেশন পেয়েছে এই গানটি। গানটি উঠতি বয়সের যুবক-যুবতী, কিশোর-কিশোরীসহ মধ্যে বয়সীদেরও মন কেঁড়েছে।