ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-২০ ২০:১৩:৫৭
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমানের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মদের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতাপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারি কশিমশার মোঃ বুলু মিয়া।


এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন, অগ্রদুত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা সাহা, ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিদর্শক তৌহিদুল ইসলাম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সদস্য নুরুল আবেদিন।


এ সময় বক্তারা বলেন, তরুন প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

বির্তক প্রতিযোগিতায় অংশ নেন উপজেলার গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- ‘‘যে কোন রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই অন্তরায়” বিষয়ের পক্ষে, বিপক্ষে যুক্তি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন করেন। দুর্নীতি বিরোধী এ বিতর্ক প্রতিযোগিতায় ২৭৪ পয়েন্ট পেয়ে বিপক্ষ দল গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ২৪৯ পয়েন্ট পেয়ে পক্ষ দল নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার পুরষ্কার লাভ করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আতিয়া ফাইরুজ ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিপন আহমেদ, বিচারক হিসেবে ছিলেন গৌরীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাঝহারুল ইসলাম, গৌরীপুর মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা ইয়াসমিন, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক মোঃআমিরুল মোমেনিন।


প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, প্রশংসা পত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ