স্টাফ রিপোর্টার, বরিশাল
অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, এখনও জনগণের যে আস্থা আপনাদের ওপর রয়েছে, সেই আস্থা থাকতেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিন। নতুবা আপনাদের ওপর আর আস্থা থাকবে না।
বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সোবহান আরও বলেছেন, সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠণ করবেন তা কখনোই জনগন মেনে নিবেন না। কারণ আদৌ নির্বাচন নিয়ে আপনারা আন্তরিক কি না তা নিয়ে জনগনের মনে বেশ কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস সোবহান বলেছেন, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কাজেই বিএনপি মনে করছে নির্বাচন যত দেরি হবে, দেশের মধ্যে সমস্যা ততোই বৃদ্ধি পাবে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, সাবেক জিএস ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, যুবদল নেতা মো. মিলনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট ও পাঁচ শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।