মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাদরাসার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ও ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোহাম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান।
অধ্যক্ষ মাওলায়া মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জামাল হোসেন, উক্ত মাদরাসা সহ- সভাপতি জাহাঙ্গীর আলম, মোঃ মোসহেল উদ্দিন, মোঃ সোলাইমান, মোঃ নূরে আলম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম, মোঃ সাত্তার, মোসাঃ মরিয়ম আক্তার, হালিমা নূর, অফিস সহকারী মোঃ আজিজুল রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।