এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামে সমবায় সমিতির নামে প্রতারণা ও দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তার নাম রাশেদুল ইসলাম রাজ। সে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সোনাঘাটিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গাজীপুরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি, প্রাইম দারিদ্র ও শ্রমজীবী সমবায় সমিতি নামের প্রতিষ্ঠান খুলে প্রতারণা করেছেন গ্রেপ্তার আসামি রাশেদুল।
তিনি ২৫০ থেকে ৩০০ জন খেটে খাওয়া মানুষের সাথে প্রতারণা করেছেন। তাদের কাছ থেকে ২ কোটির মতো টাকা আত্মসাৎ করে তিনি গাজীপুরে জায়গা জমি ক্রয় করেছেন।
ওসি বলেন, প্রতারণার শিকার নুর জাহান নামের এক নারী মামলা করলে আমরা তদন্ত শুরু করি। অনেকদিন ধরে তাকে আমরা খুঁজছিলাম। অবশেষে গাজীপুরে তার সন্ধান মিলেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।