ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-২০ ১৫:১৮:০০
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড়ে একতা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ও পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র রূখে দিতে এবং দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

এ সময় বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বর্তমান সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করার জোর দাবী তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি সব-সময় জনগনের কথা ভাবে। তাই দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, আইনশৃঙ্খলার অবনতির উন্নতি করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করতে হবে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

দুপুর থেকেই আশপাশ এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রূমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি সোহরাব উদ্দিন, সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন এবং অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ