ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুবির রক্তদাতা সংগঠন 'বন্ধু'র নতুন কমিটি ঘোষণা


আপডেট সময় : ২০২৫-০২-২০ ১৩:৪০:২৩
কুবির রক্তদাতা সংগঠন 'বন্ধু'র নতুন কমিটি ঘোষণা কুবির রক্তদাতা সংগঠন 'বন্ধু'র নতুন কমিটি ঘোষণা

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন 'বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ তরিকুল ইসলাম এবং হেলথ্ টিমের আহ্বায়ক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের সোহানুল ইসলাম সরকার। 

হেলথ কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের যারিন তাসনিম, উম্মে এশা ও সুমাইয়া আক্তার ফারিহা এবং রসায়ন বিভাগের আরিফুল ইসলাম রনি ও ফাতেমা আক্তার সালমা।

হেলথ কমিটিতে সদস্য হিসেবে আছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের আলী আহসান মুজাহিদ, কামরুন নাহার কণিকা ও জাকিয়া সুলতানা, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাসুম এলাহি সিয়াম, জেরিন সুলতানা স্মৃতি ও মোঃ সুমন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের দীপু চক্রবর্তী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবু শামা।যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চৌধুরী মাসাবীহ ও ফার্মেসি বিভাগের শারমিন সুলতানা আঁখি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের নাঈমুর রহমান ভূঁইয়া ও আব্দুর রহমান আস সাদী এবং লোক প্রশাসন বিভাগের সাইবুর রহমান। দপ্তর সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের  আল মাসুম হোসাইন এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের জাহিদুল ইসলাম শ্যামল। অর্থ সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ফারজানা হাফছা এবং উপ-অর্থ সম্পাদক হিসেবে আছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাসেল মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন  ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের  রোহান রাব্বি  এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন একই বিভাগের ২০২১-২২  শিক্ষাবর্ষের আকাশ আলী। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন  ২০২০-২১ শিক্ষাবর্ষের  ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শফি আলম এবং উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক  হিসেবে আছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের  সোহেল রানা। 

আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শাহিন ইয়াসার এবং উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের  ইসমাইল কাজী। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের বনাজমুল হুদা শাওন এবং উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের মাহবুব হাসান। ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের  সাইফুল মালেক আকাশ। উপ ক্রীড়া সম্পাদক ২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের  মাহাবুর রহমান এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নয়ন অধিকারী। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের নুসরাত জাহান। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের ইসরাত বিথী এবং ফার্মেসি বিভাগের খাইরুন নাহার কুমকুম। কার্যকারী সদস্য হিসেবে আছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শাওন সূত্রদর অভ্র, মামুনুর রাশিদ, মোঃ তাওহীদুল ইসলাম, মাহিন উদ্দীন এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইকবাল হায়দার ইমন,মোরসালিনা আক্তার, হাসিবুর রহমান, শাহাবুল ইসলাম ভুইয়া, নাদিমুল ইসলাম ও সাদিক। 

সংগঠনটি নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মহিউদ্দিন বলেন, 'বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগঠনের সভাপতি হিসেবে আমি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নিরলসভাবে মানুষের জীবন রক্ষা করতে রক্ত দান করে যাচ্ছেন এবং রক্ত সংগ্রহ করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য একসাথে আরও বেশি মানুষকে রক্ত দানে উদ্বুদ্ধ করা এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার চেতনাকে আরও বিস্তৃত করা। আশা করি এই সংগঠন প্রতিনিয়ত মানুষের জীবনে পরিবর্তন আনতে সফল হবে। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করি।'

উল্লেখ্য, আগামী একবছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ