ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরে আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


আপডেট সময় : ২০২৫-০২-১৯ ২০:৩৭:০২
হরিপুরে আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হরিপুরে আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
ঠাকুরগাঁও প্রতিনিধি :
 
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে (বুধবার ১৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নিঃস্ব হয়েছে পরিবারগুলো।
 
জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে মশানগাঁও গ্রামের মোজ্জামেল হকের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মাঝে আগুন পার্শ্ববর্তী তফিলউদ্দীন ও সোহাগের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু আগুন নেভানোর আগেই ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
৫নং সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
ইতো মধ্যে হরিপুর উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও)আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, শুকনো খাবার ও নগদ ৫ হাজার টাকার সহায়তা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ