ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ


আপডেট সময় : ২০২৫-০২-১৯ ২০:১০:১৮
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ

 


মোঃ অপু খান চৌধুরী।।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে।


গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা এবং বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কাজিয়াতলী, কসবা ও মাদলা বিওপি কর্তৃক ১৭ ফেব্রুয়ারি হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮২,০১,৭৬০/-(বিরাশি লক্ষ এক হাজার সাতশত ষাট) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত বাসমতি চাউল ১১০২ কেজি, কিসমিস ৫৩ কেজি, বাঁজি ১,৬০,০০০ পিস, গরু ০১ টি, গোল কাঠ ৩৩.১ সেফটি, চিনি ৩৬০ কেজি, স্কিন সাইন ক্রিম ৪৫০ পিস, সোফার কাপড় ২৩০ গজ, জিনসিন ২৪০ পিস, বিভিন্ন প্রকার সিগারেট ৪০০০ প্যাকেট, বিয়ার ২৭ বোতল, হুইস্কি ১৩৫ বোতল এবং গাঁজা ১১০.৪ কেজি।

বিজিবি জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ