মোডালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি
ইমলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি—এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অনিন্দ্য সাহা ও সাধারণ সম্পাদক সায়েম আহমেদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি (এডমিন) আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সভাপতি (ডিবেট ওয়ার্কশপ) আহসান হাবীব রানা। যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মাজেদুল ইসলাম উজ্জ্বল।
সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক তানিম তানভির, ইকুইটি অফিসার হাফিজুল ইসলাম, শিক্ষা ও প্রচার সম্পাদক রানা আহম্মেদ অভি, কন্টেন্ট রাইটার মিজানুর রহমান মিজান, সাহিত্য ও পাবলিকেশন সম্পাদক হাসিবুর রহমান, পিআর ও প্রমোশন সেক্রেটারি রায়হান ইসলাম, আইটি সম্পাদক আব্দুল্লাহ আল সদর।