ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গফুর শাহ্ দরবার শরীফের ওরস স্থগিত।


আপডেট সময় : ২০২৫-০২-১৯ ১৮:৪২:৩৪
ব্রাহ্মণবাড়িয়ায় গফুর শাহ্ দরবার শরীফের ওরস স্থগিত। ব্রাহ্মণবাড়িয়ায় গফুর শাহ্ দরবার শরীফের ওরস স্থগিত।

 


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছি হাতা ইউনিয়নের অবস্থিত শাহ্ সুফি হযরত গফুর শাহ্ (রঃ) দরবার শরীফের ২৮ তম ওরস মোবারক স্থগিত করা হয়েছে। দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে মাজার শরীফ কতৃপক্ষ।

এর আগে,গত ৪ ফেব্রুয়ারি গফুর শাহ্ দরবার শরীফের ওরস বন্ধের দাবিতে আটলা গ্রামে জড়ো হয়ে সভা করেন প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে আটলা গ্রামের মাজার মাঠে ওরসের গেট করতে বাধা দেন আলেমরা। ওরস মোবারক উপলক্ষে তৈরি করা আলোকসজ্জাসহ অস্থায়ী স্থাপনা ভাঙচুর করার চেষ্টা চালায় ও বিভিন্ন স্লোগান দেয় আলেম সমাজ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মাজার এলাকা থেকে আলেমদের সরে যেতে বলে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শাহ সুফি হযরত গফুর শাহ্ দরবার শরিফের বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবার কথা ছিল। দরবার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ