মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসক্লাবে সংবাদ
সম্মেলন। অভিযোগে জানা যায়, গতকাল বুধবার (১৯ ফেব্রæয়ারি ২০২৫) সকাল সাড়ে
১১টায় দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ
মাহফুজ হাসান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মকসুদ আলী’র পুত্র, ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় ব্যাংকের অফিসিয়াল কাজে মোটরসাইকেলে মহব্বতপুর হাজীদিঘি থেকে ফরিদপুরে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনাটি ঘটেছে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলার প্রথম গেটের সামনে।
তিনি বলেন, দিনাজপুর সদরের মাসিমপুর এলাকার চেরাডাঙ্গী মেলার সাইকেল স্ট্যান্ডের ইজারাদার বিশু’র পুত্র মিন্টুর নেতৃত্বে একই এলাকার নাজিমের পুত্র বাবু, পুলহাট
এলাকার মৃত মনতা’র পুত্র মাসুদ, বেলপুকুর এলাকার হাফিজুর রহমানের পুত্র রিয়াদসহ আরও ৩/৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নাকের হাড় ভেঙে যায় এবং কোমরের নিচে কেটে রক্তাক্ত জখম করে। এসময় তারা আমার মোটর সাইকেল এবং অফিসের কাগজপত্রসহ ২০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় স্থানীয় লোকজন আমাকে গুরুতর জখম অবস্থায় দিমেক হাসপাতালে ভর্তি করে।
মোঃ মাহফুজ হাসান চেরাডাঙ্গী মেলার অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এক ইতিপুর্বে এই মেলা গরু, মহিষ এবং অন্যান্য পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য বিখ্যাত ছিল।
বতর্মানে মেলায় যাত্রা, পুতুল নাচ এবং সার্কাসের নামে চালাচ্ছে অশ্লীল নৃত্য। ফলে
তরুণ ও যুব সমাজ নৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।সংবাদ সম্মেলনে তিনি
বলেন, এই হামলার ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং
হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে এবং কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এ প্রতিনিধিকে
জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. আলী আকবর সুমন (ইনটান্ড) বলেন, মোঃ মাহফুজ হাসানের নাকে অস্ত্র পাচার করা হয়েছে, ছুরিকাঘাতে জখম স্থানে ৩টি সেলাই করার পর রিলিজ দেওয়া হয়েছে।