ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-১৯ ১৭:৩০:৫২
বদলগাছীতে ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বদলগাছীতে ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

নওগাঁ থেকে মোঃ সারোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্র ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন


নওগাঁর বদলগাছীতে ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, জেলার বদলগাছী উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।


প্রথম দিন ১৭ ই ফেব্রুয়ারি উক্ত বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।


ক্রীড়া অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে অংশ বিশেষ তেলাওয়াত ও গীতা পাঠ করে অনুষ্ঠানের শুরু করা হয়। পরবর্তীতে স্কাউট দলের মাঠ প্রদক্ষিণের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লাপ জাপ,যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।


দ্বিতীয় দিন ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও এসএসসি পরীক্ষার্থী ফাহিম নিলয় ও জান্নাতুল মাওয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি,গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জাহান আলী, বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী,প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে কোরআন প্রতিযোগিতা,গীতা প্রতিযোগিতা, হম,নাত,ইসলামী সংগীত, নাচ,গান, কৌতুক, অভিনয়, নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

পরিশেষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোজাফফর হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ