দুই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন
দুই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন
নিজস্ব প্রতিবেদক
পালণ করে দুই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে আর্থিক লাভবান হয়ে অনিয়ম-দুর্নীতি করছেন। এ অভিযোগের বিষয়ে উপজেলা পরিসংখ্যান অফিসে খোঁজ নিলে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
এ ব্যাপারে অভিযুক্ত পৌর কর আদায়কারী মো.সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি পরিসংখ্যান অফিসে নিয়োগপ্রাপ্ত হয়ে ওই দায়িত্ব পালণ করে আসছেন। সরকারি কাজ একাধিক অফিসে করা যায় বলেও তিনি জানান।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) শাহীন আকতার তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, কর আদায়কারী যেহেতু ছুটি নেননি সেকারনে তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। এছাড়া অফিসে হাজিরা খাতায় কেউ কারও স্বাক্ষর নেন না যার স্বাক্ষর তিনি নিজেই করেন।
এ প্রসঙ্গে বানরীপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান জানান, পৌরসভার কর আদায়কারী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তনয় সিংহ বলেন, তদন্ত চলছে, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স