ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ


আপডেট সময় : ২০২৫-০২-১৯ ০০:৪৮:৫৪
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

 

মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা- “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই”, “লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়” - স্লোগান দেন।

এসময় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় হিটলার শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করেছিলেন, তখন ছাত্র জনতা রাজাকার, রাজাকার বলে তার জবাব দিয়েছিল। সুতরাং নতুন বা পুরাতন- কোনো পক্ষ যদি এই ছাত্র জনতার পেছনে লাগতে আসে ইনশাআল্লাহ, এই ছাত্র জনতা তাদের ছেড়ে দেবে না।

সমন্বয়ক এস. এম. সুইট বলেন, প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে, রাত সাড়ে ৯টায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছেন। জুলাই আন্দোলনে যখন ছাত্রলীগ হামলা করেছিল, তখন আমরা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছি। বর্তমান সময়ের সন্ত্রাসীদের বিরুদ্ধেও প্রতিবাদ করব।

তিনি বলেন, কুয়েটে সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে সন্ত্রাসীরা হামলা করেছে। দেশ সংস্কারের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার যখন নিরলসভাবে কাজ করছে, তখন সন্ত্রাসীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের ধাপগুলোতে এগিয়ে দিচ্ছেন কিনা-সে প্রশ্ন রেখে গেলাম।

সুইট আরও বলেন, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা এক দফা ঘোষণা করি, এখান থেকেই আমরা জানাতে চাই- ছাত্রদল হোক বা ছাত্র শিবির হোক, যেকোনো দল সন্ত্রাসী কায়দায় হামলায় জড়িত হলেই- আমরা তার বিচার চাই। প্রশাসনের কাছে আমরা জানিয়ে দিতে চাই- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছে, তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। অনেকে জানতে চান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারা? আমরা জানাতে চাই- আমরা কিন্তু ঈদের পর আন্দোলন করা মানুষ নই।

তিনি বলেন, কোনো দল বা গোষ্ঠী যদি সন্ত্রাসী কায়দায় হামলা চালানোর চেষ্টা করে, তাহলে আমাদের তা প্রতিহত করতে হবে। ৩৬ জুলাই এখনো শেষ হয়নি, যদি তা শেষ হয়ে যেত- তাহলে কুয়েটে এমন ঘটনা ঘটত না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি একটি কথা বলতে চাই- বিগত ১৬ বছরের অন্যায়, দুর্নীতি ও অর্থনৈতিক কেলেঙ্কারির শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা দেখতে চাই, বিগত ১৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কারা নিয়োগ পেয়েছে, কত টাকা দিয়ে নিয়োগ পেয়েছে। এই সময়ে নিয়োগপ্রাপ্ত অধিকাংশ শিক্ষকই পড়াশোনা করাতে অক্ষম। নতুন বাংলাদেশে- বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, আমরা আগেও বলেছি, আমরা প্রশাসনের কোনো অংশ নই, তবে প্রশাসনের প্রতিটি স্বচ্ছ ও যৌক্তিক কাজের সঙ্গে আছি। যদি কোথাও ‘ডাল মে কুচ কালা’ থাকে, তাহলে আমরা সেখানেই রুখে দাঁড়াব।

তিনি আরও বলেন, কুয়েটে যেসব সন্ত্রাসী আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

ছাত্রলীগের প্রসঙ্গ টেনে সুইট বলেন, আরেকটি ঘোষণা রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগ নেতাকে যদি থানায় দিতে পারেন, তাহলে প্রত্যেকের বিনিময়ে ৫০০ টাকা করে দেওয়া হবে। ছাত্রলীগ নেতাকে ধরে আইনের হাতে তুলে দিন। আমরা সবাই সম্মিলিতভাবে ছাত্রলীগকে রুখে দেব।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ