রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীবৃন্দ এ মিছিলে অংশ গ্রহন করেন। মিছিল শেষে কুষ্টিয়া মজমপুরে বিক্ষোভ সমাবেশ করেন জামায়াতের নেতা-কর্মীরা।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা নায়েবে আমির আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর অধ্যাপক বেলাল হুসাইন, জামায়াতের নেতা আফজাল হুসাইন, জামায়াতের শহর আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজাসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।