ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ২১:৪৫:২৩
গফরগাঁওয়ে সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি গফরগাঁওয়ে সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

 


সাদেকুল ইসলাম পনির


গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে অবস্থিত ইসলামপুর দরগা ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন ইসলামপুর দরগার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের এলাকাবাসী।

সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, সীমা দেব একজন আদর্শ শিক্ষিকা। তিনি বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। দায়িত্বের বাইরে গিয়েও বিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অনেক কাজ করেছেন তিনি। তাই বিদ্যালয়ের স্বার্থে এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

এবিষয়ে ইসলামপুর দরগা ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব বলেন, আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে আছি কিন্তু বাস্তবে এক সন্তানের জননী হলেও বর্তমানে উপলব্ধি করছি আমার শত শত হাজার হাজার সন্তান। আমার শিক্ষার্থীরা যখন বলে আপনি আমাদের জননীর মতো, আপনি চলে গেলে শূন্যতা পূরণ হবার নয় এসব কথা শোনার পর আমি আবেগে আপ্লুত।


বিভিন্ন এলাকায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হলেও এই ঘটনা এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ