বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে ধারাবাহিক সহিংসতা চলছে। পক্ষ বিপক্ষ একে অপরের বিরুদ্ধে বিষেদাগার থেকে শুরু করে সংবাদ সম্মেলন পর্যন্ত করছে। এই পরিস্থিতিতে বিবাদ ও সহিসংতাহীন ওয়ার্ড কমিটি গঠন করে দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড (কাড়াপাড়া) বিএনপির নেতাকর্মীরা।
গেল ১০ ফেব্রুয়ারি কর্মীদের ভোটের মাধ্যমে ওই ওয়ার্ডে কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নকিব জাহিদুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাবিক হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শেখ আলী হোসেন। ওই নির্বাচনের আগে ও পরে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে কোন প্রকার সহিসংসতা বা বাক বিতন্ডা হয়নি। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এই ওয়ার্ডের বিজয়ী এবং পরাজিত প্রার্থী ও নেতাকর্মীরা এক সাথে ভুড়ি ভোজ এবং আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যারিষ্টার খালিদ হোসেন, বিএনপি নেতা মোঃ ফজলুল হক, শেখ আলী, শেখ জাহাঙ্গীর হোসেন, শামীম আকুঞ্জি, শেখ উমর আলী, রানা আকুঞ্জি, নব নির্বাচিত কমিটির সদস্যসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতিবাচক এমন কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। প্রবাসী ব্যারিষ্টার খালিদ হোসেন বলেন, আমরা মূলত একটি শান্তিপূর্ণ এলাকা চাই। বিএনপির বিজয়ী ও পরাজিত নেতাকর্মীরা সবাইকে নিয়ে য়ে আয়োজন করেছে, তা খুবই ইতিবাচক ঘটনা। আশাকরি এর মাধ্যমে এলাকার মানুষের মাঝে সৌহর্দ বৃদ্ধি পাবে।
জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। আমি এই কমিটির নির্বাচিত নেতাদের স্বাগত জানাই।এই কমিটির নির্বাচিত নেতারা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের সুবিধা অসুবিধায় এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।