ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যেকোন মূল্যে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে-কৃষিবিদ শামীমুর রহমান


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ২০:২২:১১
যেকোন মূল্যে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে-কৃষিবিদ শামীমুর রহমান যেকোন মূল্যে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে-কৃষিবিদ শামীমুর রহমান
 
 
 বাগেরহাট প্রতিনিধিঃ 
 
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান বলেছেন. যেকোন মূল্যে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী তারা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। দেশের মানুষের জান-মাল নিরাপত্তার জন্য আমাদের কাজ করতে হবে। দেশ কঠিন সময়ে রয়েছে। আমাদের বিচার বিভাগ সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন ধ্বংস স্তুপের উপর দাঁড়িয়ে আছে। গেল ১৭ বছরে ৬০ লক্ষ বিএনপি নেতা কর্মীর নামে মামলা হয়েছে খুন হয়েছে গুম হয়েছে। এর পরেও আমাদের নেতাকর্মীরা শান্ত রয়েছে।দেশের স্বার্থে আমাদের দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।জাতীয় নির্বাচন সামনে, এজন্য সকল নেতাকর্মীকে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান কেন্দ্রীয় এই নেতা।  
 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটে তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তাঁতি দল বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ প্রমুখ।
 
এসময়, তাতি দল নেতা শেখ লিটন, সরদার বাকি বিল্লাহ, শাহানেওয়াজ হোসেন, গৌতম মন্ডল, আসলাম হোসেন, দুলাল ফরাজী, শামীম হাসান, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ ওসমান মুন্সিসহ তাতিদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভার আগে, জেলা তাতি দলের নেতৃত্বে স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে যোশাযাত্রাটি পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ